শিরোনাম

পেরুর নয়া প্রেসিডেন্টের অভিষেক

নিউজ ডেস্ক :পেরুর নয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন পেদ্রো পাবলো কুজেনেস্কি। দেশটির রাজধানী লিমায় অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।বিবিসি বলছে, ৭৭ বছর বয়সী কুজেনেস্কি একজন সাবেক ব্যাংকার।

পিপিকে হিসেবেও পরিচিত কুজেনেস্কি অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বলেন, পাঁচবছর দায়িত্বপালনকালে তিনি পেরুকে আরো আধুনিক, আরো সঠিক এবং আরো সাম্যের দিকে নিয়ে যেতে চান।

গেল মাসে রক্ষণশীল এই নেতা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে কেইকো ফুজিমোরিকে পরাজিত করেন।

সাম্প্রতিক বছরগুলোতে পেরুর অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি লক্ষ্য করা গেলেও দেশটির অনেক নাগরিক দারিদ্র্যের মাঝে বসবাস করছেন। তারা মৌলিক সেবাগুলো থেকে বঞ্চিত।

কুজেনেস্কি পেরুর সব অধিবাসীর জন্য কাজ করার অঙ্গীকার করেছেন যাকে তিনি ‘সামাজিক বিপ্লব’ আখ্যা দিয়েছেন।

তবে আইন সংস্কার করার ক্ষেত্রে তাকে ফুজিমোরির দলের সমর্থন প্রয়োজন হবে। কারণ দেশটির কংগ্রেস ফুজিমোরির দল নিয়ন্ত্রণ করছে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "পেরুর নয়া প্রেসিডেন্টের অভিষেক"

Leave a comment

Your email address will not be published.


*