নিউজ ডেস্ক : শেষ দিনে ৩৩ রান করলেই ঐতিহাসিক এক জয় পেত বাংলাদেশ। বহুকাল মুখে মুখে ফিরত চট্টগ্রামে ইংল্যান্ডকে হারানোর এই গল্প। কিন্তু শেষ দিনে সেই স্বপ্ন পূরণ হয়নি। রয়ে গেছে ২৩ রানের আক্ষেপ। সোমবার সকালে শেষ ২ ব্যাটসম্যানকে তুলে নিয়ে বাংলাদেশকে ২৬৩ রানে অল আউট করেছে ইংল্যান্ড। ২২ রানের জয় তুলে নিয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ তে গেছে এগিয়ে। তবে ইংলিশদের ভয় ধরিয়ে দিয়ে রোমাঞ্চকর ম্যাচটিতে হারার পরও গর্বিত বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।
“এটা শেষে আমাদের পক্ষে ছিল না। ৩৩ রান। ২ উইকেট। ১৫ মাস পর ফিরে ছেলেরা ৫দিনে অনেক চেষ্টাই করেছে। আমি গর্বিত-” ম্যাচ শেষে বলেছেন মুশফিক। তিনি নিজেই সাব্বির রহমানকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৮৭ রানের জুটি গড়ে অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন দলকে। ৩৯ রানে তার ইনিংস আগের শেষ বিকেলে শেষ হয়। অভিষিক্ত সাব্বির ৬৪ রানে অপরাজিত থাকলেন।
কিন্তু প্রথম ইনিংসের শেষটায় দ্রুত শেষ হয়ে যাওয়ার কিছুটা আক্ষেপ আছে মুশফিকের। ওখানে ২৪৮ না হয়ে আরো কিছু বেশি হলে? মুশফিক বললেন, “ওরা দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করেছে। আমরা যদি প্রথম ইনিংসে ২৯০ রানও করতাম তাহলে টার্গেটটাকে জয় করতে পারতাম। আমাদের ছেলেরা মন মাতানো লড়াই করেছে। আশা করি পরের ম্যাচে এমনই লড়বে। সাব্বির গেল বছর দেড়েক ধরে অসাধারণ খেলছে।”
Be the first to comment on "প্রথম টেস্টে হেরেও গর্বিত অধিনায়ক মুশফিকুর"