নিউজ ডেস্ক : শুরু হয়ে গেল হৃত্বিকের কাবিল ছবির শুটিং। সে সাথে প্রচারও শুরু হয়ে গেল ‘কাবিল’ ছবির। অর্থাৎ যে দিন ছবির শুটিং শুরু হল, ঠিক সেদিনই রিলিজ পেল ছবিটির ট্রেইলার। একই সাথে প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টারও। ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করছেন ইয়ামি গৌতম। আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে ‘কাবিল’।
পোস্টারে শুধুই দেখা গেছে হৃতিকের চোখ। আর ট্রেইলারে অবশ্য কোনও অভিনেতা-অভিনেত্রী নেই। আছে শুধু রাস্তা ধরে এগিয়ে চলা আর আবছায়া আলোর ঝিলিক। সঙ্গে হৃতিকের ভয়েস ওভার। তবে সব মিলিয়ে ইতিমধ্যেই ‘কাবিল’-এর ট্রেইলার মন জয় করে নিয়েছে দর্শকদের।
ট্রেইলারটি হৃতিক তার নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ছবিটির পরিচালক হলেন সঞ্জয় গুপ্তা। পরিচালক জানিয়েছেন, “ছবিটি সফল হবে বলেই তাঁর বিশ্বাস। এই ছবিটি দিয়েই তিনি নিজের জন্য বেঞ্চমার্ক তৈরি করবেন।”
Be the first to comment on "প্রথম ট্রেইলারেই চমক দেখাল হৃত্বিকের ‘কাবিল’"