শিরোনাম

প্রধানমন্ত্রীর অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : ওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এটার প্রমাণ মিলেছে নারায়গঞ্জের পরে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে।

মন্ত্রী বলেন, আমাদের অভিষ্ট লক্ষ্য ছিল একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্পন্ন করার। প্রধানমন্ত্রীরও নিদের্শ ছিল তাই। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করেছি। তবে কুমিল্লাতে আমাদের দলের অভ্যন্তরীণ সমস্যা ছিল। তাই দলকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারি নাই।

তিনি শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরমান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটিএ)- এর ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সব সময় অভিযোগ করে আসছে, শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কিন্তু কুমিল্লার সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "প্রধানমন্ত্রীর অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: সেতুমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*