নিউজ ডেস্ক : প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় বাড়ী থেকে উঠিয়ে নিয়ে হবিগঞ্জের পল্লী বাকেরপুরে শাপলা আক্তার (১৪) নামে এক কিশোরীকে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল বখাটে। বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে সংঘটিত এই ঘটনার পর মুমুর্ষ অবস্থায় এই কিশোরীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সে সংশ্লিস্ট গ্রামের জনৈক আব্বাস মিয়ার কন্যা। শুক্রবার বিকেল পর্যন্ত এই কিশোরীর চিকিৎসা চললেও সে শারিরিক যন্ত্রনায় বিছানায় ছটফট করছে।
পুলিশ জানায়, ওই গ্রামে লম্পট হিসেবে পরিচিত বখাটে মোতাব্বির (২০) শাপলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে শাপলা রাজী না হওয়ায় মোতাব্বির অসৎ উদ্দেশ্যে তার পিছু নিয়ে নানা অঘটনের হুমকি দেয়। এই বিষয়টি অভিভাবকদের পক্ষ থেকে মোতাব্বিরের পিতাকে জানানো হয়। এতে মোতাব্বির আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং মোতাব্বির সহ তার দলের আহাদ ও সবুর হোসেন ওই দিন মধ্য রাতে শাপলাকে জোরপূর্বক বাড়ী থেকে উঠিয়ে অন্যত্র নিয়ে লাঞ্চিত ও বেদম মারপিট করলে সে অজ্ঞান হয়ে পড়ে। এসময় বখাটেরা সটকে পড়ে। পরবর্তীতে পরিবারের সদস্যরা শাপলাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। তবে এ ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারায় সংশ্লিস্ট গ্রামে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।
Be the first to comment on "প্রেমে রাজী না হওয়ায় হবিগঞ্জে কিশোরীকে পিটিয়েছে বখাটেরা"