নিউজ ডেস্ক : গতকালের ২২১ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু আজ মাত্র ২৭ রান যোগ করেই এক ঘন্টার মধ্যে ৫টি উইকেট হারায় বাংলাদেশ । ফলে বাংলাদেশে এখনও পিছিয়ে ৪৫ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৯৩ রান।গতকালের খেলা দেখে মনে হয়েছিল বাংলাদেশ ইংল্যান্ডের রান টপকে যাবে এবং লিড নিবে । কিন্ত আজ সকালে বেন স্টোকস, মইন আলী ও আদিল রশিদের বলিং তোপে পিছিয়ে থাকলো বাংলাদেশে। দেখার বিষয় বাংলাদেশের বোলাররা ২য় ইনিংসে কতটা ভালো বলিং করে ইংল্যান্ডকে অলআউট করতে পারে।
Be the first to comment on "বাংলাদেশ ইনিংস শেষ ২৪৮ রানে"