শিরোনাম

বুফ্ফনের হাজারতম ম্যাচে জয় ইতালির

নিউজ ডেস্ক : নিজের হাজারতম ম্যাচটি স্মরণীয়ই হয়ে থাকল জানলুইজি বুফ্ফনের। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে তার দেশ ইতালি ২-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে।
বুফ্ফন দেশের হয়ে ১৬৮তম ম্যাচ খেলতে নামলেও ক্যারিয়ারের হাজারতম ম্যাচ ছিল এটি। ক্লাব ও জাতীয় দল মিলে মোট ১ হাজার ম্যাচ খেলা বুফ্ফনের সিনিয়র ফুটবলে অভিষেক ১৯৯৫ সালে ক্লাব পার্মার হয়। দলটির হয়ে মোট ২২০টি ম্যাচ খেলেন তিনি। আর বর্তমান ক্লাব ইউভেন্তুসের হয়ে ৬১২ ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
ঘরের মাঠ পালেরেমায় শুরুতেই এগিয়ে যায় বুফ্ফনের দল। ১২তম মিনিটে রোমার তারকা মিডফিল্ডার দানিয়েল দে রস্সির স্পটকিকে লিড নেয় ইতালি। এরপর ৭১তম মিনিটে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন লাৎসিওর ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে।
অপর ম্যাচে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে স্পেনও। ইসরায়েলকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাছাইপর্বে প্রথম চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৫ বার বল পাঠানো স্পেন শুক্রবার গিহনে দুই অর্ধে দুটি করে গোল করে।
ত্রয়োদশ মিনিটে দাভিদ সিলভার গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান ভিতোলো। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দিয়েগো কস্তা।
৭৬তম মিনিটে ব্যবধান কমান লিওর রাফায়েলভ। তবে তাতে ম্যাচের চিত্র এতটুকু পাল্টায়নি। ৮৮তম মিনিটে স্পেনের চতুর্থ গোলটি করেন ইসকো।
অপর ম্যাচে স্পেন ৪-১ ব্যবধানে হারিয়েছে ইসরায়েলকে।
স্পেন ও ইতালি জয়ধারা ধরে রাখায় ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের প্রথম দুই স্থানে কোনো পরিবর্তন আসেনি। দুই দলের পয়েন্টই সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে স্প্যানিশরা।
প্রথম জয় পেয়েছে মেসিডোনিয়া। লিখটেনস্টাইনকে ৩-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বুফ্ফনের হাজারতম ম্যাচে জয় ইতালির"

Leave a comment

Your email address will not be published.


*