নিউজ ডেস্ক : ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ১ বল বাকী থাকতে শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি নেমে আসে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বৃষ্টির দাপট। খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে দশটা। তবে মাঠের অবস্থা ভালো না থাকায় তার আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ কারণে আগামী ১লা এপ্রিল অনুষ্ঠিতব্য তৃতীয় ম্যাচটি হবে বাংলাদেশের জন্য সিরিজ জয়ের শেষ এবং একমাত্র সুযোগ। আর লঙ্কানদের জন্য হবে সিরিজ ড্র করার মিশন।
ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরি আর উপুল থারাঙ্গার হাফ সেঞ্চুরিতে ভর করে ৩১১ রানের বড় স্কোর গড়ে লঙ্কানরা। বাংলাদেশের হয় পঞ্চম এবং নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। তার বোলিং তোপে ১ বল বাকী থাকতেই অলআউট হয় শ্রীলঙ্কা। সর্বমোট ৪ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ। ১১১, ৮৩ এবং ৫৫ রানের তিনটি জুটিতে এই সংগ্রহ দাঁড়ায় স্বাগতিকদের।
তবে শুরুটা বিশেষ ভালো হয়নি থারাঙ্গা বাহিনীর। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার স্লোয়ার পুল করতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন দানুশকা গুনাথিলাকা। দানুশকা আউট হওয়ার আগে ১১ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করেন। দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু সময়ের সাথে সাথে ব্যাটসম্যানরা যেমন থিতু হতে থাকে তেমনি যেন কমতে থাকে বাংলাদেশের বোলিংয়ের ধার।
প্রথম উইকেট হারানোর পরই শুরু হয় লঙ্কানদের প্রতিরোধ। ৬৮ বলে ৬ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২০০ তম ম্যাচে ৩১তম হাফ সেঞ্চুরি তুলে নেন থারাঙ্গা। দলীয় ১২৯ রানে আউট হওয়ার আগে তিনি ৭৬ বলে ৯ বাউন্ডারিতে ৬৫ রান করেন। তবে ঠিকই ৩ অংকে পৌঁছান কুশল মেন্ডিস। ১০২ বলে ৩ ক্যরিয়ারের প্রথম সেঞ্চুরির পথে তিনি ৯টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন। অধিনায়ক উপুল থারাঙ্গার সঙ্গে ১১১ রানের জুটি গড়ার পর উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের সঙ্গে গড়েন ৮৩ রানের জুটি। মেন্ডিসের সেঞ্চুরির পরেই মুস্তাফিজের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান চান্দিমাল (২৪)।
এরপর তাসকিন নিজের বলেই দারুণ এক ক্যাচ নিয়ে ফেরান ১০২ রান করা মেন্ডিসকে। মেন্ডিসের জোড়ালো শটে বল এসে লাগে তাসকিনের কাঁধে। ব্যথা পেলেও দ্রুত ঘুরে বলটিকে ক্যাচে পরিণত করেন তিনি। এরপরই মাশরাফির বলে শ্রীবর্ধনার ক্যাচ ছাড়েন মেহেদী মিরাজ। যদিও পরের ওভারে এসে তাকেই বোল্ড করে পুষিয়ে দেন এই তরুণ স্পিনার। ৩০ রান করে ফিরেন শ্রীবর্ধনা। এরপর মুশফিকের দারুণ থ্রোতে থিসারা পেরেরা (৯) রানআউটের শিকার হলে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে। দিলরুয়ান পেরেরাও ৯ রান করে রানআউট হন।
শেষ ওভারে বল করতে আসেন তাসকিন। অনেকেই ভেবেছিলেন এই ৬ বলে রানের বন্যা বইয়ে দেবে লঙ্কানরা। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে দারুণ এক চমক দেখান তাসকিন। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি! শেষ ওভারের তৃতীয় বলে তার শিকার হন ২৮ বলে ৩৯ করা গুনারত্নে মিড অফে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। পরের বলে কাটার মুস্তাফিজের দারুণ এক ক্যাচে পরিণত হন সুরঙ্গা লাকমল (০)। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে নুয়ান প্রদীপের (০) স্ট্যাম্প ছত্রখান করে দেন এই তরুণ স্পিডস্টার! অবশেষে অলআউট হয় স্বাগতিকরা।
Be the first to comment on "বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত"