বিশ্ব ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের প্রধান বিমানবন্দরে মঙ্গলবারের বোমা হামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতারের খবর দেশটির গণমাধ্যম প্রত্যাহার করে নিয়েছে। এর আগে গণমাধ্যমের খবরে নাজিম লাচরাউয়ি নামে সন্দেহভাজন হামলাকারীকে আটকের তথ্য জানানো হয়।
এ নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও ফরাসী গণমাধ্যমের বরাত দিয়ে নাজিম লাচরাউয়িকে আটকের তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির অ্যান্ডারলেচট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নিজাম লাচরাউয়ি ব্রাসেলসের জাভেন্তেম বিমানবন্দরে হামলার আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধারণ করা ছবির ডানপাশে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ব্রাসেলস হামলায় ব্যবহৃত বোমা তিনি বানিয়েছিলেন বলেও সেসময় বলা হয়।
বেলজিয়ামের গণমাধ্যমের খবরে অপর দুই হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। খালিদ এবং ব্রাহিম আল-বাকরাওয়ি নামের এই দুই হামলাকারী সহোদর।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে জাভেন্তেম বিমানবন্দরে দুটি ও মেট্রো স্টেশনে অপর বিস্ফোরণে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় আহত হয় আরো দুইশ ৫০ জন।
Be the first to comment on "ব্রাসেলস হামলায় আটকের খবর বেলজিয়ামের প্রত্যাহার"