নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নির্মাণাধীন মগবাজারে-মালিবাগ ফ্লাইওভারের ত্রুটির কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট এ কমিটি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবেন।
বৃহ্স্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বৈঠকে সভাতিত্ব করেন। এছাড়া পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শওকত আলী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), মো. তাজুল ইসলাম এবং নিলুফার জাফর উল্লাহ বৈঠকে অংশ নেন।
বৈঠকে অভিযোগ করা হয়, ঢাকা শহরে নির্মিত বিভিন্ন ফ্লাইওভারের পরিকল্পনা সংক্রান্ত ত্রুটির কারণে প্রায়ই এ সবের শেষ প্রান্তে অবর্ণনীয় যানজটের সৃষ্টি হয়, যা জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই নির্মানাধীন মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের পরিকল্পনায় কোনো ত্রুটি ছিল কিনা, হলে তাতে কারা জড়িত তা পর্যবেক্ষণের জন্য মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে সামশুল হক চৌধুরী ও মুহিবুর রহমান মানিককে সদস্য করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ টেলিফোনে জাগো নিউজকে বলেন, রাজধানীর মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের নকশায় ক্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার চালু হওয়া সাতরাস্তা-মগবাজার ফ্লাইওভারের ক্রুটি নিয়েই খুলে দেয়া হয়। এর সঙ্গে কে জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে পরিকল্পনা বিভাগের ৬টি, পরিকল্পনা কমিশনের ১১টি, আইএমইডির ৪টি এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ১০টি প্রকল্প চলমান রয়েছে। রেলওয়ে মহাপরিকল্পনার আওতায় জুলাই ২০১০ হতে জুন ২০৩০ পর্যন্ত ২০ বছরে ৪টি পর্যায়ে মোট ২৩৫টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরই ধারাবাহিকতায় ২০১৫-১৬ অর্থবছরের এডিপিতে রেলওয়ের মোট ৩৪টি বিনিয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত আছে।
Be the first to comment on "মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের ত্রুটি তদন্তে সংসদীয় কমিটি"