বিনোদন ডেস্ক: মিডিয়াতে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন ভিট-চ্যানেল আই খ্যাত তারকা হাসিন রওশন। রোববার রাত ৮টা ৪০ মিনিটে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, আমি আজকের পর থেকে মিডিয়াতে আর কোন রকম কাজ করবো না। এটার আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। পুরো সময়টা পরিবারের সাথে কাটাতে চাই। অনেকেই হয়তো বলবেন সামনে ঈদ আসছে, ঈদের কাজ করার পর কেন ছাড়লাম না? ঈদের আগে হয়তো দেশে থাকবো না। তাই নতুন করে আর কোন কাজ হাতে নিতে চাচ্ছি না। আর আমাকে এতোদিন সাপোর্ট দেওয়ার জন্য আমার সাংবাদিক, সহ-অভিনেতা, বন্ধু, ভক্তসহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিডিয়া ছিল আমরা বাচ্চার মত। ৫ বছর বাচ্চাটাকে বড় করেছি। খারাপ লাগবে, মিস করবো। কিন্তু কখনো না কখনো তো ছাড়তেই হতো। তাই পারিবারিক বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ার আগেই ঘোষণা দিয়ে দিলাম। সবাই আমরা জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
Be the first to comment on "মিডিয়াতে কাজ করবেন না হাসিন!"