নিউজ ডেস্ক : রাজধানীর বিসিআইসি কলেজের শিক্ষার্থী দুই বোনকে নির্যাতন করা মূল অভিযুক্ত জীবন করিম বাবুকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি জানান র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, গত ১৯ অক্টোবর একাদশ শ্রেণির দুই জমজ বোনকে পিটিয়ে আহত করে জীবন করিম বাবু। র্যাব-৪ এর একটি টিম রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। সকাল সাড়ে ১১টায় র্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Be the first to comment on "মিরপুরে দুই বোন নির্যাতনকারী জীবন আটক"