শিরোনাম

মোটর শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক : রংপুরের স্টেশনরোডে মোটর শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে স্টেশনরোড সংলগ্ন সালেক পাম্পের সামনে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর শ্রমিক চালক লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্রকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার অফিসে স্বারকলিপি দিতে যাওয়ার সময় বাধা দেয় মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী আহত হন।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "মোটর শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০"

Leave a comment

Your email address will not be published.


*