নিউজ ডেস্ক : ইংলিশ ক্লাব ম্যানইউ ছেড়ে শিকাগো ফায়ারে নাম লেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার। দুই ক্লাবের পক্ষ থেকেই মঙ্গলবার খবরটি নিশ্চিত করা হয়েছে। ৪.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে শোয়েনস্টেইগার শিকাগোতে পাড়ি জমাচ্ছেন।
শোয়েনস্টেইগার বলেন, শিকাগোতে নাম লেখানোর মধ্যে আমি আলাদা কিছুই দেখছি না। তবে ওদের যে বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে সেটি হল ক্লাবটির দর্শন। ক্লাবের ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি অনুধাবনের পরেই মুলত আমি ওখানে যাচ্ছি।
কোচ হোসে মরিনহোর অধীনে এই মৌসুমে বলতে গেলে এক রকম মাঠের বাইরেই রাখা হয়েছে শোয়েনস্টেইগারকে। আশ্চর্য্য হওয়ার মত তথ্য হল, প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে একটি ম্যাচেও তাকে খেলতে দেয়া হয়নি। সবশেষ তাকে মাঠে দেখা গিয়েছে ২২ ফেব্রুয়ারি ইউরোপা লিগে সেইন্ট এটিনের বিপক্ষে ম্যাচে।
দীর্ঘ এই ক্যারিয়ারে ৮ টি বুন্দেসলিগা শিরোপসহ ২০১২-১৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপাটিও ঘরে তুলেছিল তার দল।
Be the first to comment on "ম্যানইউ ছেড়ে শিকাগোতে পাড়ি জমাচ্ছেন শোয়েনস্টেইগার"