নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মার্ডি গ্রাস প্যারেডে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন। তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে শহরের মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে।
জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন আটক ওই ব্যক্তি। তবে এতে সন্ত্রাসবাদের ঘটনা নেই বলে ধারণা পুলিশের। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক আসলে কি করছিল, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না।
নিউ অরলিন্সের পুলিশ প্রধান মাইকেল হ্যারিসন জানান, অন্তত ২১ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সময় শনিবার বিকালে জার্মানির দক্ষিণাঞ্চলীয় হাইডেলবার্গ শহরের প্রধান চত্বরে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনার রেশ না কাটতেই যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটল।
হাইডেলবার্গ শহরের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরে গাড়িচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলি করে নিবৃত্ত করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Be the first to comment on "যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ট্রাক, আহত ২৮"