বাপ্পী বিশ্বাস, লোহাগড়া (পৌর) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে অবস্থিত প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহার রঞ্জন গুপ্ত পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৫ টায় নীহার রঞ্জন গুপ্ত যাদুঘরে সমাজসেবক শমসের ইসলাম সামু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ডা: নীহার রঞ্জন গুপ্ত ফাউন্ডেশনের সমন্বয়ক ও নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এস এম আকরাম শাহিদ চুন্নু। এ সময় বিভিন্ন চিত্র শিল্পি, গণমাধ্যমকর্মী, রাজনীতিক,জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ফিতা কেটে পাঠাগারের শুভ উদ্বোধন করেন।
Be the first to comment on "লোহাগড়ায় ডা: নীহার রঞ্জন গুপ্ত নামে পাঠাগার উদ্বোধন"