শিরোনাম

লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধণা

লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধণা

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১৫ জন শিক্ষক ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা,ডলার মাহমুদ ও জাতীয় ভলিবল দলের সহ অধিনায়ক হরোষিত বিশ্বাসকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
২৭ জুন সন্ধ্যায় ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে পিরোজপুর জেলা আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান লিটু ও সাজির পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ এখলাছুর রহমান,প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,মুন্সী মশিয়ার রহমান,জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের প্রধান ডাক্তার মোস্তফা কামাল,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.চেঙ্গিস খান,লোহাগড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ ফয়জুল আমীর লিটু,লোহাগড়া পৌরমেয়র মোঃ আশরাফুল আলম প্রমুখ। পরে অতিথিবৃন্দ লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১৫ জন শিক্ষক এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা,ডলার মাহমুদ ও জাতীয় ভলিবল দলের সহ অধিনায়ক হরোষিত বিশ্বাসকে সংবর্ধণা স্বারক তুলে দেন। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধণা"

Leave a comment

Your email address will not be published.


*