নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু’র বিরুদ্ধে দুর্নীতি, ভূমি দস্যুতা, দলের নামে চাঁদাবাজী, সরকারী কাজে বাধা দান,বিজয় দিবস অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও শহীদ মিনারের অবমাননা, মাদকের সাথে সংশ্লিষ্টতা, বিএনপি-জামায়াত কর্মীদের লালন-পালন, অবৈধ ভাবে কমিটি গঠন সহ নানাবিধ অভিযোগ এনে দলীয় পদ থেকে অব্যাহতি এবং স্থায়ী বহিস্কার করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রিয় কমিটির নিকট প্রেরনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে গত ৭ জুন উপজেলার দলীয় কার্যালয়ে শিকদার আব্দুল হান্নান রুনু’র সভাপতিত্বে কার্য নির্বাহী পর্ষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির ৭১ সদস্যের মধ্যে ৬১ জন সদস্য উপস্থিত ছিলেন। শনিবার (৯জুন) দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, সাধারন সম্পাদক দূর্নীতি এবং শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করেছে। এতে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, মুন্সী আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান ও আব্দুল হাই সরদার, প্রমুখ।
এ ব্যাপারে সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু তার বিরুদ্ধে আনিত তাদের কাল্পনিক অভিযোগ অ-স্বীকার করে বলেন, নির্বাচিত সাধারন সম্পাদককে অব্যাহতি বা বহিস্কারের সুপারিশ বা,এখতিয়ার ওই কমিটির নেই।
লোহাগড়ায় উপজেলা আ’লীগ সভাপতির প্রেসব্রিফিং ॥ সাধারণ সম্পাদককে বহিস্কারের সুপারিশ

Be the first to comment on "লোহাগড়ায় উপজেলা আ’লীগ সভাপতির প্রেসব্রিফিং ॥ সাধারণ সম্পাদককে বহিস্কারের সুপারিশ"