নিউজ ডেস্ক॥ লোহাগড়ায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে জয়পুর ঈদগাহ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী ও খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার আগে আলোচনা সভায় বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিন, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী হাফিজুর রহমান, লোহাগড়া শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক বিপ্লব রহমান, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করীম মুন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হক রোম, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা, প্রমুখ।
গত বছরের ৪ সেপ্টেম্বর রান ফর নড়াইল কর্মসূচির মাধ্যমে ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে চেয়ারম্যান করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
Be the first to comment on "লোহাগড়ায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত"