শিরোনাম

লোহাগড়ায় বদর হত্যা মামলা, ১২ আসামির জামিন,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

লোহাগড়ায় বদর হত্যা মামলা, ১২ আসামির জামিন,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদর খন্দকার হত্যা মামলার এজাহারভূক্ত ১৬ জনের মধ্যে ১২ জন আসামি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন লাভ করেছেন। গত বৃহস্পতিবার (১২মার্চ) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আসামিদের চার সপ্তাহের মধ্যে নড়াইলের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হতে হবে মর্মে আদেশ দেওয়া হয়।
জামিন প্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার লোহাগড়া ইউনিয়নের চর বগজুড়ি গ্রামের মৃত মোকলেছ শিকদারের ছেলে ইবাদত শিকদার, মৃত শিকদার সাহিদুর রহমানের ছেলে জাকারিয়া শিকদার ওরফে গফ্ফার, কায়েম শিকদারের ছেলে এনায়েত শিকদার, কামাল মোল্যার ছেলে সুজন মোল্যা, মৃত ইয়াছিন শেখের ছেলে ফরিদ শেখ, পিকুল শেখ, নজরুল শেখ, সারেজান খন্দকারের ছেলে আকবর খন্দকার, নায়েব আলীর ছেলে লাবু, চর কালনা গ্রামের পাঁচু শেখের ছেলে বাদশা শেখ ও লোহাগড়া পৌর এলাকার পোদ্দার পাড়ার শামীম খান ওরফে বুলুর ছেলে আব্দুল্লাহ আল আজাদ সুজন খান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন কুমার দেবদাস জানান, হত্যাকান্ডের পরের দিন ২৫ ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এজাহারভূক্ত আসামি মতিউর রহমান মুন্নাকে গ্রেফতার করা হয়। আটক মুন্না ২৬ ফেব্রুয়ারী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এর পর পুলিশ মুন্নার স্বীকারোক্তি মোতাবেক বদর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চর কালনা গ্রামের রুহল আমিন, আলী মিয়া মোল্যা, চর বগজুড়ি গ্রামের রফিক ও বাবু মোল্যা এবং সর্বশেষ গত ১১ মার্চ ঢাকার জিগাতলা এলাকা থেকে বদর হত্যা মামলার প্রধান আসামি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল শিকদারকে গ্রেফতার করে ১২ মার্চ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ দিকে, উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে চাঞ্চল্যকর বদর খন্দকার হত্যা মামলার এজাহারভূক্ত আসামিরা জামিন লাভ করায় লোহাগড়া ইউনিয়ন জুড়ে মিশ্র প্রকিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য হামলা ও মিথ্যা মামলার আশংকায় শংকিত হয়ে পড়েছে নিহতের পরিবার। শুধু তাই নয়, মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সব কিছু মিলে, ভয়,আতংক আর নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে নিহতের পরিবারের সদস্যরা।
উল্লেখ্যঃ আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫ টার দিকে বদর খন্দকার কালনা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে। মুমূর্ষ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
হত্যাকান্ডের পরে নিহতের স্ত্রী নাজমিন বেগম বাদি হয়ে ২৫ ফেব্রুয়ারী ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করেন। মামলা নং-১৮।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বদর হত্যা মামলা, ১২ আসামির জামিন,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া"

Leave a comment

Your email address will not be published.


*