নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর শহরের লক্ষীপাশা শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে বুধবার (১০ মে) রাতে শুভ বৈশখী পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। ২৮ তম বৈশখী পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠান মালার মধ্যে ছিল অধিবাস,মাঙ্গলিক পূজা -অর্চনা,মতুয়া সমাবেশ,ধর্মীয় আলোচনা সভা,প্রসাদ বিতরণ ও ধর্মীয় যাত্রাপালার মঞ্চায়ন। সকালে মাঙ্গলিক পূজা -অর্চনার উদ্ধোধন করেন লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বৈশাখী পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা বাবু অজয় কান্তি মজুমদার। দুপুরে মতুয়া সমাবেশে ২৩ টি মতুয়া দল উপস্থিত থেকে উৎসবকে প্রাণবন্ত করে তোলে। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বিকালে বাবু অজয় কান্তি মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক রূপক মুখার্জির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতুয়া মহাসংঘের সহ-সভাপতি সুব্রত ঠাকুর, নড়াইল জেলা কমিটির সভাপতি শিক্ষক পরিক্ষীত সিকদার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি কমল কৃষ্ণ বালা,প্রভাষক সুজিত রায়,নব কিশোর রায়, জেলা পরিষদের সদস্য প্রবীর কুন্ডু ,বিলো বিশ্বাস ও জেসমিন নাহার। রাতে নাট মন্দির চত্বরে খুলনার বটিয়াঘাটা থেকে আগত বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় সাধক রামপ্রসাদ যাত্রাপালা মঞ্চস্থ করেন। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা যাত্রাপালাটি উপভোগ করেন।
লোহাগড়ায় বৈশাখী পূর্ণিমা উৎসব পালিত

Be the first to comment on "লোহাগড়ায় বৈশাখী পূর্ণিমা উৎসব পালিত"