নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এমএম রাশেদ হাসান রাশেদ‘তালা’ প্রতীকে ভোট চেয়ে বৃহস্পতিবার (২১মার্চ) রাত পর্যন্ত ব্যাপক গনসংযোগ করেছেন।
তিনি উপজেলার লাহুড়িয়া, দিঘলিয়া, কোটাকোল, ইতনা, লক্ষীপাশা ও কাশিপুর ইউনিয়নের জনবহুলস্থানে তালা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। গনসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা আ’লীগের শিল্প ও বাণীজ্য বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুন্সি হামিম হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ফজল খান তানভীর, লক্ষীপাশা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কাজী অহিদুজ্জামান অহিদ,দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন, সহসভাপতি রেজোয়ান, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাফায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমদাদ হোসেন,শালনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অনিক আহম্মেদ ও ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম, পলাশ শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রার্থীসহ বক্তারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুন নেতৃত্বের প্রতীক তালা মার্কায় রাশেদ হাসানকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। উল্লেখ্য আগামী ২৪মার্চ এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
লোহাগড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা রাশেদের ব্যাপক গনসংযোগ

Be the first to comment on "লোহাগড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতা রাশেদের ব্যাপক গনসংযোগ"