শিরোনাম

লোহাগড়ায় মহিলা আ’লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় মহিলা আ’লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোজাম খান,বিশেষ প্রতিনিধি॥ ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আরেকবার বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে। নারীর ক্ষমতায়নে তৃণমুলের নারীদের আরও সচেতন ও সোচ্চার হতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তৃণমুলের নারী ভোটারদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে’। বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এ কথা বলেন। তিনি আরও বলেন,লোহাগড়ায় মহিলা আ’লীগের তৎপরতা জোরদার করে আগামী নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীকে জয়ী করতে হবে। বৃহস্পতিবার (২৯জুন) বিকাল ৫ টায় লোহাগড়া পৌর আ’লীগ কার্যালয়ে উপজেলা মহিলা আ’লীগ ও পৌর আ’লীগের উদ্যোগে উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি ও লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন,সাধারণ সম্পাদক জাকির হোসেন,আ’লীগ নেতা আব্দুল হাই সরদার,নাজমুল মুন্সী,কেন্দ্রীয় মহিলা আ’লীগ নেত্রী ইসমত আরা হ্যাপী,ওজিফা খানম,জেলা আ’লীগ নেত্রী আনজুমান আরা,কবিতা,জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মহিলা আ’লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত"

Leave a comment

Your email address will not be published.


*