শিরোনাম

লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় শনিবার (৩১মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরোপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে শেখ আমিনুর রহমান সভাপতি ও মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান পেয়েছেন ২২৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী এলএসজেএনইউ ইনষ্টিটিউশন’র প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল,পেয়েছেন ১৯১ ভোট। সাধারন সম্পাদক পদে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ২০৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,পেয়েছেন ১৫৩ ভোট এবং মাকড়াইল কে কে এস ইনষ্টিটিউশন’র সহকারী শিক্ষক মোঃ ইকরাম হোসেন পেয়েছেন ৫৬ ভোট। সভাপতি পদের ৩ ভোট ও সাধারন সম্পাদক পদের ৪টি ভোট বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনে ৪২৮ জন ভোটারের মধ্যে ৪২০ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে লোহাগড়া থানার উপ পরিদর্শক কেএম জাফর আলী ও হাবিবুর রহমানের নের্তৃত্বে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নড়াইল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, শিকদার আজাদ রহমান, লোহাগড়া পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমীনসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান,সভাপতি ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে,সাধারন সম্পাদক নির্বাচিত করায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান সকল শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*