শিরোনাম

লোহাগড়ায় মাশরাফির আগমনে জনতার ঢল

লোহাগড়ায় মাশরাফির আগমনে জনতার ঢল

নিউজ ডেস্ক॥ নড়াইল-২ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মোর্তজা শনিবার (২২ডিসেম্বর) দুপুরে প্রথম বারের মত নির্বাচনী এলাকায় প্রবেশ উপলক্ষে লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট থেকে নড়াইল শহর পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দু’পাশে লাখো জনতার ঢল নামে। উপস্থিত জনতা সকাল থেকে অপেক্ষার পর তাকে ফুলেল সংবর্ধনা জানায়। মাশরাফি বিন মোর্তজা ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুর ২টার দিকে মধুমতি নদী নৌকায় পার হয়ে নির্বাচনী এলাকা লোহাগড়া এলাকায় পৌছান। এ সময় কালনা ঘাটে সকাল থেকে অপেক্ষমান লাখো জনতা ফুল দিয়ে তাকে বরণ করে।
এ সময় মাশরাফির সংবর্ধনায় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত পথ সভায় বলেন,আমি আপনাদের সন্তান। প্রধানমন্ত্রী আমাকে লোহাগড়ার মানুষের সেবা করার জন্য নড়াইল-২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমাকে যোগ্য মনে করলে আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। ওয়ানডে ক্রিকেট খেলা ও ইনজুরি থাকায় আসতে না পারায় সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমি আপনাদের মাঝে থাকবো এবং প্রতিটি ইউনিয়নে যাওয়ার চেষ্টা করবো। তিনি কালনা ঘাট থেকে নড়াইল পর্যন্ত রাস্তার পাশে সকাল থেকে দাঁড়িয়ে থাকা জনতার উদ্দেশে অন্ততঃ ১০ থেকে ১৫টি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় নড়াইল ও লোহাগড়ার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম,লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক শেখ শিহানুক রহমান ও লোহাগড়া ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচনী তফশীল ঘোষনার পর মাশরাফির এই প্রথম তার নির্বাচনী এলাকায় আগমন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় মাশরাফির আগমনে জনতার ঢল"

Leave a comment

Your email address will not be published.


*