নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা চৌরাস্তা থেকে ইঞ্চিনচালিত জেএসএ মাহিন্দ্রায় চড়ে দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের সোহরাব মোল্যার ছেলে আলমগীর মোল্যা (৩৪) নিজ বাড়িতে ফিরছিলেন। সকাল দশটার দিকে যানটি লোহাগড়া-মহাজন সড়কের দিঘলিয়া দক্ষীনপাড়া জামে মসজিদের সামনে পৌছালে অপর দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই ট্রলিকে সাইড দিতে গেলে আলমগীর সেকেন্ড সীট থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে প্রান হারায়।
সংবাদ পেয়ে লোহাগড়া থানার এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘাতক ট্রলিটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সুরতহার রিপোর্টের জন্য থানা হেফাজতে রয়েছে।
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

Be the first to comment on "লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১"