নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফকির মফিজুল হক (৬৭) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২১ ফেব্রুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হন। সেদিন প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল ১০টার দিকে সেখানে তিনি শেষ নিশ্বাস জ্ঞাগ করেন। তার বাড়ি পৌর এলাকার কলেজপাড়ায়। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। গত প্রায় ৩০ বছর ধরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। সোমবার সকাল নয়টায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে লোহাগড়া বাজার কবরস্থানে দাফন করা হয়।
লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আর নেই

Be the first to comment on "লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আর নেই"