রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় একজন কৃষকের বসত ঘর পুড়ে নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে তিনি গত ১লা নভেম্বর লোহাগড়া থানায় জিডি করেছন যার নম্বর ১৭।
জানা যায়, উপজেলার ইতনা ইউনিয়নের উত্তর লংকার চর গ্রামের নবাব আলী শেখের ছেলে কামরুল শেখ’র গত ২৮ অক্টোবর দুপুর আড়াইটা দিকে অজ্ঞাত কারনে বসত ঘরে অগ্নি দুর্ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে ঘরে থাকা নগদ টাকাসহ ৩০ মন পাট ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক কামরুল ইসলাম সোমবার (২ নভেম্বর) বিকালে লোহাগড়া প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান। ঘরে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে আংশিক পোড়া ৫৪ হাজার ৯শ’ টাকা পেয়েছেন। আংশিক পোড়া হলেও টাকার ওপর লেখাযুক্ত নম্বর অক্ষত রয়েছে। হৃতদরিদ্র কৃষক কান্না কন্ঠে সাংবাদিকদের বলেন আমি গরিব মানুষ আমার যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়। ঘরে থাকা সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার দাবি, আংশিক পোড়া ৫৪ হাজার ৯শ’ টাকা ব্যাংক কর্তৃপক্ষ যেন পরিবর্তন করে দেয়। টাকাটা পেলে স্ত্রী-সন্তানদের মাথা গোজার ঠাই করবেন।
Be the first to comment on "লোহাগড়ায় হৃতদরিদ্র কৃষকের টাকা আগুনে পুড়ে ছাই"