নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৪ কেজি ওষুধ এবং প্রসাধনী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। বুধবার দুপুরে এসব জিনিস জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে কলকাতা ফেরত যাত্রী তমিজ উদ্দিনকে আটক করা হয়েছে। তবে তমিজ উদ্দিন জব্দ করা মাল তার না বলে দাবি করেছেন।
শুল্ক গোয়েন্দা এম জামান জানান, আমদানি নীতিমালা অমান্য করে ওই যাত্রী কলকাতা থেকে ওষুধ ও প্রসাধনী নিয়ে আসেন। তার ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি ওষুধ, ৬০০ টিউব স্কিন কেয়ার ক্রিম ও ১০০ টিউব ফেয়ার অ্যান্ড লাভলি উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
Be the first to comment on "শাহজালালে ১৪ কেজি ওষুধ ও প্রসাধনী জব্দ"