শিরোনাম

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

নিউজ ডেস্ক : শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিয়ে বার্সেলোনাকে ছাড়িয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের মাঠে হারতে হারতে শেষ মুহূর্তে জয়ের দেখা পেল রিয়াল। গতরাতেই আতলেতিকো মাদ্রিদের মাঠে নাটকীয় জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। রবিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-২ গোলে জিতেছে জিদানের শিষ্যরা। এই জয়ের পর ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৫৫। আতলেতিকোর মাঠে ২-১ গোলে জেতা বার্সেলোনার পয়েন্ট ২৪ ম্যাচে ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।

একাদশ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় স্বাগতিকরা। স্পেনের ডিফেন্ডার মারিও গাসপেরের বিদ্যুৎ গতির শট অসাধারণ নৈপুণ্যে এক হাত দিয়ে ঠেকান কেইলর নাভাস। প্রথমার্ধ গোলশূন্যভাবেই কাটে। এরপর দ্বিতীয়ার্ধে শুরু হয় আক্রমণের পর আক্রমণ। প্রথম দুই মিনিটে রোনালদো ও বেনজিমার দুটি প্রচেষ্টা বিফলে যাওয়ার পর ৫০তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রায় ১৬ গজ দূর থেকে কোনাকুনি জোরালো হাফ ভলিতে নাভাসকে পরাস্ত করেন স্পেনের মিডফিল্ডার মুনোস।

৫ মিনিট পরই দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ভিয়ারিয়াল। ব্রুনোর লম্বা পাস ধরে ডি বক্সে ঢুকেই নিচু শটে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড বাকাম্বু। ৬৪তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় অতিথিরা। ডান দিক থেকে দানিয়েল কারবাহালের ক্রসে হেড করে ব্যবধান কমান বেল। রোনালদোর সফল স্পটকিকে ৭৪তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। এবারের লিগে পর্তুগিজ তারকার এটি ১৬তম গোল। ২০ গোল নিয়ে তালিকার শীর্ষে লিওনেল মেসি। লুই সুয়ারেসের গোল ১৮টি।

স্কোরলাইন সমান হওয়ায় জমে উঠে ম্যাচ। দুই পক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণ চালাতে থাকে। তবে ৮৩তম মিনিটে জয়সূচক গোল তুলে নেয় রিয়াল মাদ্রিদ। বাঁ-দিক থেকে মার্সেলোর দারুণ ক্রসে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন পাঁচ মিনিট আগেই বেনজিমার বদলি নামা মোরাতা।

এই জয়ের পর ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৫৫। আতলেতিকোর মাঠে ২-১ গোলে জেতা বার্সেলোনার পয়েন্ট ২৪ ম্যাচে ৫৪। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ"

Leave a comment

Your email address will not be published.


*