নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ৩২ জন নারী পুলিশ সদস্যকে পদক প্রদান করলো পুলিশ হেড কোয়ার্টার্স। এছাড়াও উদ্যোক্তা ক্যাটাগরিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এই পদক পেয়েছে।
বৃহস্পতিবার রাতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় ‘বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ড-২০১৬’ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
পদকপ্রাপ্তরা হচ্ছেন পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি লজিস্টিক মিলি বিশ্বাস, ডিএমপির স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর, নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম, স্পেশাল ব্রাঞ্চের (এসবি-প্রটেকশন) কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, চাঁদপুরের এসপি শামসুন্নাহার, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) আবিদা সুলতানা, ডিএমপির অতিরিক্ত কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) আসমা সিদ্দিকী মিলি, ডিবির এসি মাহমুদা আফরোজ লাকি।
এছাড়াও পদক পেয়েছেন ডিএমপির সিনিয়র এসি (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) হোসনে আরা বেগম, সিএমপির সিনিয়র এসি মাহমুদা বেগম, র্যাব-৭ এর এএসপি শাহেদা সুলতানা, ডিএমপির এএসপি কাজী মাকসুদা লিমা, সিএমপির ইন্সপেক্টর মর্জিনা আক্তার মর্জু, ডিএমপির কনস্টেবল মিনা রাণি বিশ্বাস, চাঁদপুরের কনস্টেবল তাহমিনা আক্তার, এপিবিএন উত্তরার সপ্না আক্তার, এসবির সিনিয়র এএসপি মাকসুদা আক্তার খানম, রাজশাহীর শাহ্ মাকদুম থানার ইন্সপেক্টর মোহতারেমা আশরাফী খানম, ডিএমপির নারী সহায়তা বিভাগের এসআই কুইন আক্তার, বাহ্মণবাড়িয়ার এসআই রাজিয়া বেগম, ডিএমপির এসআই রোজিনা বেগম, ডিএমপির এএসআই নাসিমা আক্তার, ডিএমপির কনস্টেবল তাসলিমা আক্তার, কিশোরগঞ্জের কনস্টেবল তানজিনা মাসুদ, ডিএমপির এসপি শামীমা বেগম, সিআইডির অতিরিক্ত এসপি খন্দকার নূর রেজওয়ানা পারভিন, ডিএমপি ট্রাফিকের সিনিয়র এসি মেরিনা সুলতানা, হাইওয়ে পুলিশের এসপি শাহিনা আমিন, সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) শামসুন নাহার, ডিএমপির অতিরিক্ত পুলিশ ফোর্সের আল বেলী আফিফা, এসবির (এসএস) এলিজা পারভিন ও এসবির এসআই রেহানা পারভিন।
পুলিশ উইমেন লিডারশিপ, সাহসিকতায়, আইনে শ্রেষ্ঠত্ব, কমিউনিটি সার্ভিস, পিস কিপিং মিশন ও উদ্যোক্তা ক্যাটাগরিতে পদক দেয়া হয়েছে। পদকের পাশাপাশি তাদের একটি সার্টিফিকেট ও ১০ হাজার টাকা দেয়া হয়েছে।
Be the first to comment on "শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন নারী পুলিশ সদস্যরা"