শিরোনাম

সাকিবকে কলকাতা নাইট রাইডার্সের অভিনন্দন

নিউজ ডেস্ক : ঐতিহাসিক ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর অভিনন্দনের বন্যায় ভাসছে টিম টাইগার। দেশ-বিদেশের সাবেক লিজেন্ডরা তো আছেনই, শুভেচ্ছা জানানোর তালিকায় যুক্ত হয়েছে সাকিবের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্লাবগুলো। পাকিস্তানের পেশোয়ার জালমি থেকে শুরু করে সাকিবের আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স পর্যন্ত অভিনন্দন জানিয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তীব্র সমালোচনা এবং প্রচণ্ড চাপের মুখে দারুণ পারফর্মেন্সে দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলা টেস্ট সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব।

ঐতিহাসিক এই জয়ের পর কলকাতা নাইট রাইডার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে সাকিবের একটি পোস্টার পোস্ট করে। অভিনন্দন বার্তায় লেখা ছিল, “ঐতিহাসিক এই টেস্ট জয়ে আমাদের নাইট সাকিব আল হাসান ভীষণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দারুণ পারফর্মেন্স দেখিয়ে তিনি ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। সাকিবকে অভিনন্দন। পোস্টটিতে ইতিমধ্যে ৩২ হাজারের বেশি লাইক পড়েছে। কমেন্টবক্সে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। ”

এছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ সাকিব-তামিমের দল পেশোয়ার জালমিও অভিনন্দন জানিয়েছে এই দুই বন্ধুকে। সাকিব-তামিমকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় লেখেন, “শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে সাকিব-তামিমের দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনন্দন। ” উল্লেখ্য, লঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পিএসলের শেষ ম্যাচগুলো খেলতে পারেননি এই দুজন। তবে দেশের হয়ে খেলাটা সাকিবদের কাছে সবার আগে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সাকিবকে কলকাতা নাইট রাইডার্সের অভিনন্দন"

Leave a comment

Your email address will not be published.


*