নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ইসমাইল হোসেন আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
আজ বেলা দেড়টায় রাজধানীর রাজারবাগে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তন প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সাবেক আইজিপি মো. ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান আইজিপি এ কে এম শহিদুল হক।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান এসব তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ ভোরে তিনি মারা যান।
উল্লেখ্য, ১৬/১১/১৯৯৭ থেকে ২৯/০৯/১৯৯৮ মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করেন মো. ইসমাইল হোসেন।
Be the first to comment on "সাবেক আইজিপি ইসমাইলের ইন্তেকাল"