নিউজ ডেস্ক : সাভারে মহাসড়কের পাশে থাকা একটি ময়লা ফেলার ডাস্টবিন থেকে এক নবজাতকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার একটি ডাস্টবিন থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টার নামক বিপনী বিতাণের সামনের ডাস্টবিনে একটি বিস্কুটের কার্টুনে নবজাতকের রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি সাভার মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মিয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এছাড়া ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
Be the first to comment on "সাভারে ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার"