শিরোনাম

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে

নিউজ ডেস্ক : সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটে বাসসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

আজ রবিবার সকাল থেকে পরিবহন বন্ধ থাকায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক ও শহরের সড়কগুলোতে শ্রমিকদের উপস্থিতি দেখা যায়নি।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সিলেট বিভাগে সকাল থেকে পরিবহন শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছেন। কোথাও পিকেটিং হচ্ছে না। নিজ থেকেই পরিবহন চালানো থেকে বিরত থাকছেন শ্রমিকরা।

সেলিম আহমদ ফলিক জানান, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে"

Leave a comment

Your email address will not be published.


*