শিরোনাম

সীমিত করা হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল

নিউজ ডেস্ক : নাব্যতা সংকটে সীমিত করা হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল। বহরের ১৭ টি ফেরির মধ্যে রবিবার রাত ১০টা হতে চলাচল করছে মাত্র ৪টি ফেরি। তাও আবার যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে।
শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, বেশ কিছু দিন ধরেই পদ্মায় নাব্যতা সংকট চলছে। বিআইডব্লিউটিএ ড্রেজিং করলেও লৌহজং টানিং পয়েন্টের মুখে সমস্যা লেগেই আছে। পদ্মা সেতুর কাজের জন্য চাইনিজ চ্যানেলের মুখে একটি ড্রেজার কাজ করছিল। কিন্তু ড্রেজারটি মাটি কাটতে কাটতে ফেরির টানিং পয়েন্টের কাছে চলে আসে। এ কারণে ফেরিগুলো ওই পয়েন্ট দিয়ে চ্যানেলে ঢুকতে পারছিলনা। বাধ্য হয়ে কর্তৃপক্ষ ফেরি চলাচল সীমিত করেছে। কারণ কোন ফেরির সাথে চাইনিজদের ওই ড্রেজারের সাথে ধাক্কা লাগলে তখন ঝামেলায় পরতে হতে পারে।
এদিকে ফেরি চলাচল সীমিত করার কারণে ঘাটে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার সাকাল হতে যাত্রীদের ভোগান্তি পাড়তে পারে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সীমিত করা হয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল"

Leave a comment

Your email address will not be published.


*