নিজস্ব প্রতিবেদক: আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশনের) ২০১৬-১৭ সালের নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দুইদিন ব্যাপি ভোটগ্রহণ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। আজ এক হাজার ৮ শত ৬৮ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন নির্বাচন-সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট হারুনুর রশীদ।
বৃহস্পতিবার আবারো সকাল ১০টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে। সুপ্রিমকোর্ট নির্বাচনে পাঁচ হাজার ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন-সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট হারুনুর রশীদের নেতৃত্বে সাত সদস্যের কমিটি দায়িত্ব পালন করছেন। সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে। মোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করলেও দুজন প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ৩২ জন।
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে বরাবরের মত মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সাদা’ প্যানেল এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ‘নীল’ প্যানেলের মধ্যে।
Be the first to comment on "সুপ্রিমকোর্ট বারের নির্বাচন : প্রথম দিনে ভোট পড়েছে ১৮৬৮"