শিরোনাম

সেলিব্রেটিদের নগ্ন ছবি চুরির দায়ে শ্রীঘরে

নিউজ ডেস্ক : অ্যাকাউন্ট হ্যাক করে জেনিফার লরেন্সের মতো বড় মাপের হলিউড সেলিব্রেটিদের নগ্ন ছবি ফাঁস করার ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল। এবার সেই নগ্ন ছবি ও ভিডিও চুরির দায়ে রায়ান কলিনস নামক এক ব্যক্তিকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আমেরিকার পেনসিলভানিয়ার একটি আদালত। খবর বিবিসির।

৩৬ বছর বয়স্ক রায়ান কলিনস অপরাধ স্বীকার করে জানান, তিনি ৬০০ এর বেশি মানুষের নাম ও পাসওয়ার্ড চুরি করেন। তিনি যাদের অ্যাকউন্ট থেকে তথ্য চুরি করেছেন তাদের মধ্যে আছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট আপটন, স্কারলেট জোহানসন, ক্রিস্টেন ডান্‌স্টের মতো তারকারা। রায়ান এসব সেলিব্রেটিদের প্রতারণামূলক ই-মেইলও পাঠিয়েছেন। এসব সেলিব্রেটিদের তিনি গুগল কিংবা অ্যাপলের কর্মী সেজে ই-মেইল করতেন।

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন তারকার ছবি চুরির ওই ঘটনা ‘সেলেবগেট’ নামে পরিচয় পায়। ছবি চুরির শাস্তি পেলেও ছবি ফাঁসের কোনও অভিযোগ আনা হয়নি রায়ান কলিনসের বিরুদ্ধে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সেলিব্রেটিদের নগ্ন ছবি চুরির দায়ে শ্রীঘরে"

Leave a comment

Your email address will not be published.


*