শিরোনাম

স্বস্তিতে আওয়ামী লীগ

বিশেষ প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনের আলোচনা শুরুর পর থেকেই তৃণমূলে শুরু হয়েছে সংঘাত। নির্বাচনের আগেই একাধিক পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের সারি দীর্ঘ হয়েছে মঙ্গলবার প্রথম দফার ইউপি নির্বাচনে। এছাড়া সারা দেশে আহত হয়েছেন শত শত নেতাকর্মী।

নির্বাচনকে কেন্দ্র করে অস্বস্তি ছিল সর্বত্রই। সরকার দলীয় সংগঠন ছাড়া সব রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলেছে শুরু থেকেই। এছাড়া নিজেদের অপারগতা স্বীকার করে বার বার অস্বস্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশনও। সহিংসতা ঠেকানো যাচ্ছে না বলে একাধিক সংবাদ সম্মেলন করেও এমন সহিংসতার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশন। তবে প্রথম ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে কথিত এমন বাণী শোনালেও সহিংসতার কথা স্বীকার করেছে নির্বাচন কমিশনও।

তবে সহিংসতা হলেও নির্বাচনে আশাতীত ফলাফলে স্বস্তি মিলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। সহিংসতার আগুনে আওয়ামী লীগের ঘর পুড়লেও স্বস্তিতে আওয়ামী লীগ। ইউপিতে প্রথম দফায় অভাবনীয় এ সাফল্যে আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতি পোক্ত হচ্ছে বলে নেতারা মনে করছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে নির্বাচনে সংঘাত আমাদের রাজনীতির অনুষঙ্গ। সংঘাত ছিল না এমন নির্বাচন বাংলাদেশে হয়েছে, তা বলা যাবে না।’

দলের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই নির্বাচনে নৌকার জয়জয়কারে আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতি আরো চাঙ্গা হবে বলেই আমার বিশ্বাস।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এ ব্যাপারে বলেন, ‘ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। নৌকার পক্ষে জোয়ার উঠেছে। বিরোধী পক্ষ নৌকার এ সাফল্য আটকাতে পারেনি। প্রথম দফার এই সাফল্য দলের মধ্যে বিশেষ স্বস্তি এনেছে।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "স্বস্তিতে আওয়ামী লীগ"

Leave a comment

Your email address will not be published.


*