নিউজ ডেস্ক : আজ শুক্রবার সকালে বাংলাদেশের আইজি প্রিজন ইফতেখারউদ্দিন আহমেদের সাথে বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের আইজি প্রিজন গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন করেছেন। দেশগুলো হলো- চীন, কম্বোডিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান, মিয়ানমার, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভানুয়াতু।
প্রতিনিধি দল সকাল সোয়া নয়টায় কাশিমপুর কারাগার চত্ত্বরে পৌঁছালে সেখানকার কারারক্ষী চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করেন।
কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানিয়েছেন, কারা পরিদর্শনের জন্য সাড়ে নয়টার দিকে কারাগারের অভ্যন্তরে প্রবেশ করেন তারা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের আইজি প্রিজন পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশে এসেছেন।
Be the first to comment on "১৩টি দেশের আইজি প্রিজন পরিদর্শন করলেন কাশিমপুর কারাগার"