নিউজ ডেস্ক : আগামী ২০২০ সালকে ই-কমার্সের বছর হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সভাপতি রাজীব আহমেদ। তিনি বলেন, ২০২০ সালে গ্রামাঞ্চলের প্রতিটি মানুষ অনলাইনে কেনাকাটা করবেন।
আজ বুধবার সকালে রাজধানীর রেডিসন ব্লু -ওয়াটার গার্ডেনে ই-কমার্স পলিসি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এ কনফারেন্সের প্লাটিনাম স্পন্সর ভিসা, সিলভার স্পন্সর এসএসএল কমার্স এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে কম্পিউটার জগৎ।
রাজীব আহমেদ বলেন, আগামী ২০১৭ সালে ই-কমার্স সেক্টরে বড় ধরনের কর্মসংস্থান তৈরি হবে। ২০১৮ সালে এই খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ আসবে। আমরা এই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করছি।
ই-কমার্স সেক্টরে বড়-ছোট কোম্পানির মধ্যে আমরা কোনো ভেদাভেদ দেখছি না উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে এই সেক্টরকে এগিয়ে নিতে চাই। যার প্রমাণ আপনারা ইতোমধ্যেই পেয়েছেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সম্মেলনের বিভিন্ন সেশনে সরকারের বিভিন্ন মন্ত্রী, সচিব, উপ-সচিব, বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত রয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের উপদেষ্টা নাহিম রাজ্জাক, অভিনেত্রী শমী কায়সার, ভিসা কার্ডের (ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া) হেড অব প্রোডাক্ট রমা তাদেপালী প্রমুখ।
Be the first to comment on "২০২০ সাল হবে ই-কমার্সের বছর"