শিরোনাম

আসামে বন্যায় ১৮ জন নিহত

নিউজ ডেস্ক : ভারতের বহু অঞ্চলেই বন্যা পরিস্থিতি মারাত্মক জায়গায় পৌঁছে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মতোই ততোধিক খারাপ অবস্থা আসামের। আসামের বন্যায় নতুন করে মারা গেলেন পাঁচজন। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে  দাঁড়াল ১৮।
ত্রাণকাজের তদারকি জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সমস্ত মন্ত্রিদের বন্যার প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলার জন্য আরও তৎপর হবার নির্দেশ দিয়েছেন।  ইতিমধ্যেই জলকবলিত হয়ে পড়ে আছেন অসমের ২২টি জেলার ১৮ লক্ষেরও বেশি মানুষ।
আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানাও হয়েছে জেলাগুলির ৩,০০০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে।  জলের তোরে ভেসে গিয়েছে বহু সংখ্যক  বাড়ি। প্রায় পাঁচ হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে থাকতে শুরু করেছেন বাঁধের ধারে। বন্যার্তদের উদ্ধারকাজে নেমেছে সেনা।
উদ্ধার করা ১০ হাজার মানুষকে রাখা হয়েছে ৪৭২টি  ত্রাণশিবিরে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আসামে বন্যায় ১৮ জন নিহত"

Leave a comment

Your email address will not be published.


*