নিউজ ডেস্ক : আগামী ১৪ মার্চের মধ্যে বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিলেন আপিল বিভাগ। এর আগে কয়েকদফায় সময় নিয়েছে রাষ্ট্রপক্ষ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথককরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলাসংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
২৮ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার হুবহু অনুরূপ। যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। এরপরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। একই সঙ্গে ৬ নভেম্বরের মধ্যে তা প্রণয়ন করে প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে আইন মন্ত্রণালয়কে বলা হয়। এরপরও উদ্যোগ না নেওয়ায় ৮ ডিসেম্বর নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন আপিল বিভাগ।
এরপর আপিল বিভাগ আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হককে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। এরপরও একাধিকবার সময় চাওয়া হয়। আজ রবিবার গেজেট প্রকাশের কথা থাকলেও অ্যাটর্নি জেনারেল ফের সময়ের আবেদন করলে এক সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।
Be the first to comment on "গেজেট প্রকাশে আরও দুই সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ"