নিউজ ডেস্ক : চট্টগ্রামে হিউম্যান হলার উল্টে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো সাতজন। আজ বৃহস্পতিবার সকালে বন্দর থানার কাস্টমস ব্রিজসংলগ্ন বন্দর আবাসিক এলাকা গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার এসআই মাসুদুর রহমান বলেন, “কাস্টমস ব্রিজ অতিক্রম করে বন্দর আবাসিক এলাকা গেইটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইপিজেড-পতেঙ্গাগামী হিউম্যান হলারটি। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং চালকসহ অন্তত সাতজন আহত হন। ” তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের বন্দর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Be the first to comment on "চট্টগ্রামে হিউম্যান হলার উল্টে নিহত ২"