নিউজ ডেস্ক : ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘বায়ান্ন থেকে একাত্তর’। সিনেমার কাহিনী, সংলাপ, সঙ্গীত, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দোলোয়ার জাহান ঝন্টু।
ছবির গল্পে দেখা যাবে দুইজন বন্ধুর গল্প। যাদের বন্ধুত্ব শুরু হয় ১৯৫২ সালে। ঘটনাক্রমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এক বন্ধু মুক্তিযোদ্ধা হয় এবং অন্য বন্ধু রাজাকার।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, মুনমুন, অমিত হাসান, আবদুল্লাহ সাকি, আবু সাঈদ খান, নবাগত হৃদয় রাজ, নাজমুন নাহার প্রমুখ।
ছবিটিতে আরো অভিনয় করবেন আমজাদ হোসেন, সৈয়দ হাসান ইমাম, শিউলি জামান ও সরল হাসমত।
চ্যানেল আইতে দেখানো হবে ২০ মার্চ বিকেল ২টা ৪৫ মিনিটে।
Be the first to comment on "চ্যানেল আইতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘বায়ান্ন থেকে একাত্তর’"