শিরোনাম

জঙ্গিরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে : সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সাম্প্রদায়িক ও উগ্রবাদ সরকার ও আওয়ামী লীগের জন্য এখনো চ্যালেঞ্জ উল্লেখ করে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের বলেছেন, পুলিশি অভিযানের কারণে তারা তাদের কার্যক্রম আপাতত হয়ত বন্ধ করে রেখেছে। কিন্তু, জঙ্গিরা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এটা ভেবে আত্মতুষ্টিতে থাকা ঠিক নয়। জঙ্গিরা এখনো তলে তলে আরো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আজ রবিবার বেলা সোয় ১১টার দিকে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর আয়োজনে উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি শীর্ষক সংলাপে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন চলছে, এ অবস্থায় দলের দায়িত্ব না মন্ত্রিত্ব নেবেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, দেখুন, যে রাধে সে চুলও বাঁধে। যে পারে সে সবই পারে। আমি রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখব, আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখব। এটা আমার সুবিধা। একটা কথা মনে রাখবেন, প্রধানমন্ত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আমিও তাকে ফলো করি। ১০টার পর আর কোনো কাজ খুঁজে পাবেন না। সকালে সমস্ত দেশের খবর নিই। যেমন আজকের কাজ শেষ। এখন কোনো কাজ পাই না। ১০টার পর রাস্তায় নেমে যাই। প্রধানমন্ত্রী যদি আমাকে আরও কোনো কাজ দেন তাও আমি পারব।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার থেকে দলকে আলাদা করার জোরালো প্রয়াস আছে। অনেক মন্ত্রীকে দলের পদে এবার রাখা হয়নি। তাদের পদে রাখেননি যাতে মন্ত্রিত্বের কাজে বিঘ্ন না হয়। দলকে আরো গতিশীল করার জন্য এটা করা হয়েছে। প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএসআরএফর সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জঙ্গিরা বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে : সেতুমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*