শিরোনাম

ট্রেলারেই বাজিমাত করল হৃত্বিকের ‘কাবিল’

নিউজ ডেস্ক : ‘মহেঞ্জো দারো’, বক্স অফিসে মুখ থুবরে পড়ার পর, অনেকেই ভেবেছিলেন, রাকেশ-পুত্রের কেরিয়ার বোধহয় শেষ হতে চলল। কিন্তু না। ‘কাবিলে’র ট্রেলারে দেখা গেল অন্য ঋত্বিককে। ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোরেন ও বিতর্কের মধ্যে নিজের সিনেমা-কেরিয়ারে মন দিতে চলেছেন বলিউডের ‘গ্রিক দেবতা’।

সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃত্বিককে দেখা যাবে এক অন্য অবতারে। ছবির ট্রেলার দেখে বোঝা যাবে, ঋত্বিক নিজের জমি পেতে মরিয়া। অন্ধ-দম্পতির জীবন-লড়াই নিয়ে তৈরি কাবিল ছবিতে, হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গুপ্তা।

অন্ধ-দম্পতির সুখী বৈবাহিক জীবন, প্রতিশোধ, রহস্য, রোম্যান্স, অ্যাকশন-সব কিছুই রয়েছে এই সিনেমাতে। উল্লেখ্য, আগামী বছরের ২৬ জানুয়ারিতে রিলিজ করছে রাকেশ রোশন প্রযোজিত ‘কাবিল’ ছবিটি।

সূত্র: এই সময়

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ট্রেলারেই বাজিমাত করল হৃত্বিকের ‘কাবিল’"

Leave a comment

Your email address will not be published.


*