শিরোনাম

ডিআরইউ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। রাজধানী ঢাকায় সকল গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালের ২৬ মে ডিআরইউ-এর জন্ম হয়। সংগঠটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শফিকুল কবির।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  আজ (বৃহস্পতিবার) ডিআরইউ ক্যাম্পাসে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- সকাল ১১ টায় জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর উদ্বোধন। এরপর সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি ডিআরইউ ক্যাম্পাস থেকে মুক্তিযুদ্ধ যাদুঘর-জাতীয় প্রেস ক্লাব হয়ে পুনরায় ডিআরইউ’তে এস শেষ হবে।

এছাড়া দুপুর ১২টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিআরইউ ক্যাম্পাস আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "ডিআরইউ’র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ"

Leave a comment

Your email address will not be published.


*