নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও চারজন সহকারী কমিশনারকে (এসি) বদলি করে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপির কমিশনার (ডিসি-সদর দফতর ও প্রশাসন) মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিএমপির জারিকৃত আদেশে অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) কমিশনার ফাতিহা ইয়াসমিনকে প্ল্যানিং, রিসার্চ এ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, এডিসি সুনন্দা রায়কে কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটে, এডিসি গোলাম মোস্তফা রাসেলকে গোয়েন্দা পশ্চিম বিভাগে, এডিসি তারেক আহমেদকে ওয়ারী বিভাগে, এডিসি মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে অপারেশনস বিভাগে, এডিসি মোহাম্মদ সাহেদ মিয়াকে গুলশান বিভাগে বদলি করা হয়েছে। সহকারী কমিশনার (এসি) মো. রেজাউর রহমানকে দক্ষিণখান জোনে, এসি মো. কামরুল ইসলামকে শ্যামপুর জোনে, এসি আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহকে বাড্ডা জোনে ও এসি এফ এম ফয়সালকে পেট্রোল-মিরপুরে বদলি করা হয়েছে। ‘জনস্বার্থে’ এই আদেশ দেয়া হয়েছে বলে জানায় ডিএমপি।

Be the first to comment on "ডিএমপি ১০ উর্ধতন কর্মকর্তাকে বদলি"