নিউজ ডেস্ক॥ প্রিন্সি-প্রিজমা। যমজ নেপালি এই দুই বোন নাচ আর হিট গানে মাতাচ্ছেন সোশ্যাল মিডিয়া। এদের টিকটক ভিডিও সুপারহিট। মূলত বিভিন্ন হিট হিন্দি গানের সঙ্গে এঁদের দু’জনকে নাচতে দেখা যায়। নেপালি গানের সঙ্গেও পারফর্ম করছেন এঁরা। এঁদের মিষ্টি হাসিতে মজেছেন নেটিজেনরা। গোলাপসুন্দরী এই দুইবোনের ফেসবুক ও ইনস্টাগ্রামে রয়েছে হাজার হাজার ফলোয়ার।
দুই বোনে মজেছে নেট দুনিয়া

Be the first to comment on "দুই বোনে মজেছে নেট দুনিয়া"